ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়া, ভারতে আসছেন রাশিয়ার শীর্ষ নিরাপত্তা আধিকারিক


পুলওয়ামা হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে বদলা নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। কোন পথে বদলা নেওয়া হবে, তা এখনও সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। তবে সীমান্তে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা বেশ পরিষ্কার।

সীমান্তের কাছে থাকা ২৭টি গ্রামে জারি করা হয়েছে গোপন নির্দেশিকা। যে কোনও মুহূর্তে গ্রাম খালি করে দিতে হতে পারে। এমন নোটিশ জারি করা হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবার সীমান্তে ব্যাপক শেলিং হয়েছে। পাক সেনার শেলিং-এর জবাবও দিয়েছে ভারত। তারপরই জারি হয় এই নির্দেশ। কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে একদিকে যুদ্ধের তোড়জোড় চললেও অন্য প্রান্তেও বিশেষ নজর সেনাবাহিনীর।

লাদাখে সেনাবাহিনীর প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন ল্যাফটেনেন্ট জেনারেল ওয়াই কে জোশি। ভারতীয় সেনার 'Fire & Fury Corps'-এর সেনা আধিকারিকরা লাদাখে ভারতীয় সেনার ছাউনিতে যান। যে কোনও পরিস্থিতিতে এই সেনা পোস্ট কতটা তৈরি সে ব্যাপারে সেখানকার সেনা পোস্টের জওয়ানদের সঙ্গে কথা বলেন। সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন তাঁরা। দীর্ঘক্ষণ আধিকারিকদের মধ্যে বৈঠকও হয় বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, হাসপাতালগুলিকে তৈরি রাখার নির্দেশও দেওয়া হয়েছে পাকসেনার তরফে। এরই মধ্যে যুদ্ধের আশঙ্কায় সীমান্ত থেকে পাক রেঞ্জার্সদের সরিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হচ্ছে দায়িত্ব। এমনটাই জানা গিয়েছে। মূলত পাকিস্তানের সীমান্তে সুরক্ষার দায়িত্ব থাকে পাকিস্তান রেঞ্জার্সদের হাতে। সীমান্তের ওপারের সেনা ছাউনিতে পাক রেঞ্জার্সদের মোতায়েন করা হয়ে থাকে।

পুলওয়ামার ঘটনার পর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ বাড়ছে টেনশন তাতে আতঙ্কিত পাকিস্তান। আর সেজন্যেই তড়িঘড়ি সেনা ছাউনিগুলি থেকে রেঞ্জার্সদের সুরক্ষায় পাকসেনাকে মোতায়েন করছে ইমরান সরকার।

অন্যদিকে, পুলওয়ামাকাণ্ডে এবার পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা করতে ভারতের আসছেন রাশিয়ার শীর্ষ নিরাপত্তা আধিকারিক।

চলতি সপ্তাহে রাশিয়ার সিকিওরিটি কাউন্সিল সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিকটোভ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাত্‍ করবেন।

সীমান্ত পেরিয়ে হামলাতে পাকিস্তানের কোনও যোগ রয়েছে কিনা সেইসব কিছু নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।

গত শুক্রবার রাশিয়ার সিকিওরিটি কাউন্সিল চিফ পাত্রুশেভের সঙ্গে অজিত দোভালের কথা হয়। কাশ্মীরে পুলওয়ামা হামলার পরে P-5 রাষ্ট্রের মধ্যে রাশিয়ার ভেনেটিকটোভ প্রথম শীর্ষ আধিকারিক যিনি ভারতে আসতে চলেছেন। ইতিমধ্যেই আমেরিকা এবং ফ্রান্সের সিকিওরিটি কাউন্সিলের পক্ষ থেকে এই পুলওয়ামা হামলা নিয়ে দোভালের সঙ্গে আলোচনা হয়েছে।

গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুলওয়ামা হামলা নিয়ে চিঠি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।














Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment