মহাষষ্ঠীর দুপুরে মেট্রো স্টেশনে আগুন আতঙ্ক। দুপুর ২ টো নাগাদ দমদমগামী এসি মেট্রো রেক সেন্ট্রাল স্টেশনে ঢুকতেই ধোঁয়া বের হতে শুরু করে। এর পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
ছটি কামরা স্টেশনে ঢোকার পর কামরার নিচ থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। কোনও কোনও যাত্রীর দাবি, তাঁরা আগুনের স্ফুলিঙ্গও দেখেছেন। এই সময় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হুড়োহুড়ি পড়ে যায় তাঁদের মধ্যে।
যাত্রীরা স্টেশন থেকে বেরোনোর জন্য হুড়োহুড়ি শুরু করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেট্রো রেলের কর্মীরা মাইকে ঘোষণা করতে শুরু করেন।
যাত্রীদের আতঙ্কিত না হতে মাইকিং করে পরামর্শ দেওয়া হয়। ধীরে ধীরে স্টেশন থেকে বেরনোর পরামর্শ দেওয়া হয়। এই সময় অনেক যাত্রীই বাইরে বেরিয়ে বাস ধরে গন্তব্য স্থলের দিকে যান।
ঘটনাটি কী তা অবশ্য পরিষ্কার হয়নি। ট্রেনটিকে কারশেডে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। এই আতঙ্কের জেরে মেট্রো চলাচলে কিছুক্ষণের জন্য বিঘ্ন ঘটে। পরে অবশ্য মেট্রো চলাচল শুরু হয়।
ঘটনার জেরে প্রায় এক ঘণ্টা খানেক থমকে যায় মেট্রো পরিষেবা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পরে ট্রেনগুলি। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কীভাবে মেট্রোয় আগুন লাগল তার কারণ খতিয়ে দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

0 comments:
Post a Comment