রড চুরির প্রতিবাদ করায়, ৪৭ বছরের মহিলাকে গণধর্ষণ ও খুনের চেষ্টা, জড়িত কাউন্সিলর




বারাসতে নবপল্লি এলাকায় এক মধ্য বয়স্কা মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মহিলার বয়স ৪৮ বছর। পাশাপাশি পুলিশ প্রথমে অসযোগিতা করে এফআইআর নিতে চায়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয়রা কাউন্সিলর ও তার অনুগামীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।  তাঁরা বিষয়টি চেপে দিতে জোর করেছেন বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিস।

নির্যাতিতা মহিলা বারাসতের ভদ্রবাড়ির গিরীশ রোডের বাসিন্দা। ভোরে ফুল তুলতে বাইরে বেরোন মহিলা। বাড়ি থেকে কয়েক পা এগোতেই তিনি লক্ষ্য করেন একটি নির্মীয়মান বাড়ি থেকে লোহার রড চুরি করছে পাঁচ দুষ্কৃতী। রড চুরির প্রতিবাদ করেছিলেন, সবাইকে বলে দেওয়ার কথা বলেন। তার প্রেক্ষিতেই তখনই ওই দুষ্কৃতীরা পাশের একটি বাগানে মহিলাকে জোর করে তুলে নিয়ে যায়। পাশবিক অত্যাচার চালিয়ে খুনের চেষ্টা হয় বলে খবর।  ৪৭ বছরের ওই মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টা করা হয়। তাঁদের অভিযোগ, মঙ্গলবার ভোরে ফুল তুলতে গিয়েছিলেন ওই মহিলা। সেইসময়ই তাঁকে তুলে নিয়ে নির্জন স্থানে গণধর্ষণ করা হয়।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, এই ঘটনায় জড়িত স্থানীয় কাউন্সিলর ও তাঁর অনুগামীরা। আর সেই কারণে পুলিসও প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গণধর্ষণের ঘটনায় তদন্ত শুরু করেছে বারাসত থানার পুলিস।

 আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা বর্তমানে বারাসত হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে এখনও কেউ ধরা পড়েনি।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment