বড় চমক বিজেপির, ২০১৯ লোকসভা ভোটে প্রার্থী ধোনি ও গম্ভীর!



২০১৯ লোকসভা ভোটে বেশ বড়সড় চমক দিতে চলেছে বিজেপি শিবির। এমনটাই দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। ওই সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী ভারতীয় দলের দুই প্রথম সারির তারকা ধোনি ও গম্ভীর নাকি এবার বিজেপির টিকিটে লোকসভার প্রার্থী হচ্ছেন।

দিল্লিতে গৌতম গম্ভীরকে তাঁদের প্রচার মুখ করার ভাবনা চিন্তা করছে গেরুয়া শিবির। সব ঠিকঠাক থাকলে দিল্লি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করানো হতে পারে গৌতম গম্ভীরকে। সেই সঙ্গে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও।

দিল্লি বিজেপির এক শীর্ষ নেতা সরাসরি স্বীকার করে নিলেন গম্ভীরকে দিল্লি থেকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে। ওই নেতা বলেন, "মীনাক্ষী লেখির বিরুদ্ধে স্থানীয়দের বেশ কিছু অভিযোগ আছে, তাঁর নেতৃত্ব বা কাজ কোনওটিতেই খুশি নয় স্থানীয়রা। তাই তাঁর পরিবর্তে গম্ভীরকে প্রার্থী করার ব্যপারে কথা বার্তা চালানো হচ্ছে।

গৌতম গম্ভীরের পাশাপাশি ধোনিকে নিয়েও ওই বিজেপি নেতার বক্তব্য, “ধোনি কেবল তাঁর রাজ্যের প্রতিনিধিত্বই করেন না, তিনি দেশেরও নেতৃত্ব দিয়েছেন। গোটা দেশে তাঁর গ্রহনযোগ্যতা রয়েছে। চেন্নাই দলের অধিনায়কত্ব করেন। দক্ষিণেও তাঁর ক্যারিশ্মা রয়েছে। বিজেপি-তে যোগ দিলে দল সমৃদ্ধ হবে ”।

বিজেপির ওই নেতা বলেন, "দুই ক্রিকেটারেরই জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন নেই, তাঁরা শুধু রাজ্যেরই নন, দেশরও নেতৃত্ব দিয়েছেন।"

ক্রিকেটারদের পাশাপাশি বলিউড কে ও কাজে লাগাচ্ছে বিজেপি শিবির। অক্ষয় কুমার ও নানা পাটেকরের সঙ্গে ২০১৯ লোকসভা ভোটের প্রার্থী হওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে বিজেপি।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment