৭ টি বিধানসভায় মোট ৪৩৩৭ এই কটি ভোট পেলেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত বিজেপি। বাধা হয়ে দাঁড়াল ৪৩৩৭, এত কম ভোটে হেরে কংগ্রেসকে জায়গা ছেড়ে দিতে হয়েছে বিজেপিকে।
জব্বলপুর উত্তরে ৫৭৮, রাজপুর (এস টি) ৯৩২, রাজনগরে ৭৩২ , গোয়ালিয়র দক্ষিণে ১২১, দামোহে ৭৯৮, বিয়াওরায় ৮২৬ ও সুয়াস্রাতে ৩৫০ মোট ৪৩৩৭ টি ভোটে ৭ টি বিধানসভায় হেরেছে বিজেপি।
এই কটি ভোট পেলেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত বিজেপি। মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১০৯টি আসনে। কংগ্রেস জিতেছে ১১৪টি আসনে।
১ হাজারের কম ভোটে জিতেছে ১৩টি প্রার্থী। তার মধ্যে কংগ্রেস ১১ টি আর বিজেপি ২ টিতে জয়লাভ করেছে।
বিজেপি পেয়েছে ৪১.৬২ শতাংশ আর কংগ্রেস পেয়েছে ৪১.৫৩ শতাংশ ভোট। বিজেপি কংগ্রেসের চেয়ে বেশি ভোট পেয়েও হেরে গিয়েছে।

0 comments:
Post a Comment