নিজের যৌনাঙ্গে এলোপাথারি কোপ যুবকের, বিয়ের প্রস্তাবে রাজি নয় তরুণীর পরিবার



হুগলির গুপ্তিপাড়ার ঘটনা। বছর পঁচিশের যুবক নাম সোমনাথ সাহা তেমন কিছু করেন না।

এক তরুণীকে ভাল লাগে সোমনাথের। ওই তরুণীকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন, জানিয়েছিলেন বাড়িতেও। ছেলের বিয়ের প্রস্তাবে রাজি হননি তরুণীর পরিবারের লোকেরা।

এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সোমনাথ। সেই দুঃখে রবিবার গভীর রাতে নিজের বাড়িতে বসে যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারতে থাকেন তিনি। ধারালো অস্ত্রের কোপে সোমনাথের মূত্রনালিতে গভীর ক্ষত তৈরি হয়েছে, শারীরিক অবস্থা গুরুতর।

গুরুতর আহত অবস্থায় সোমনাথকে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। শেষপর্যন্ত সোমবার সোমনাথ সাহাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment