পরপর দুই কন্যা সন্তান হয়েছিল আব্বাস-সেলিনার। তা নিয়েই স্ত্রীর সঙ্গে স্ত্রীর উপর অত্যাচার করত আব্বাস আলি।
বচসা চলাকালীন স্ত্রী-র কোল থেকে ছ-মাসের শিশুকন্যাকে কেড়ে নিয়ে তুলে আছাড় মারে বাবা আব্বাস। সঙ্গে সঙ্গেই ফারহা সুলতানা নামে ওই শিশুকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
মুর্শিদাবাদের সালারের সরমস্তিপুরে ঘটে এই নির্মম ঘটনা। বাবার পাশবিক আচরণের শিকার হল একরত্তি শিশু।
অবস্থার অবনতি হলে ওই শিশুকে স্থানান্তরিত করা হয় মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতলে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। বাঁচানো গেল না শিশুকে। শনিবার রাতেই তাঁর মৃত্যু হয়। এরপর মৃত শিশুর মা সেলিনা বিবি থানায় অভিযোগ করে।
বছর দেড়েক আগে আব্বাস-সেলিনার কন্যা সন্তান হয়। ফের ছ-মাস আগে কন্যা সন্তানের জন্মে দেন সেলিনা। তখন থেকেই স্বামী-স্ত্রীর অশান্তি লেগেছিল। আব্বাস স্ত্রীর উপর অত্যাচার শুরু করেছিল। অভিযোগ, মেয়েদের উপরও অত্যাচার চালাত সে। শরীর খারাপ করলে ডাক্তারও দেখাত না আব্বাস।
কয়েকদিন আগে আব্বাস গলা টিপে মারতে চেয়েছিল স্ত্রী সেলিনাকে। মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বলতেই বৃহস্পতিবার অশান্তি শুরু করে।

0 comments:
Post a Comment