রাফালে ইস্যুতে রাহুলের সাথে মতপার্থক্য, সুপ্রিম কোর্টের রায়ের উপরই ভরসা অখিলেশের



কেন্দ্রকে স্বস্তি দিয়ে শুক্রবার রাফালে মামলায় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। রায়ে বলা হয়েছে নিয়ম বিরুদ্ধ কোনও কাজ হয়নি।

রায়ের পর শুক্রবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছিলেন, ক্যাগ ও পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাছে রাফালে নিয়ে কোনও তথ্য ছিল না। ভুল তথ্য দেওয়া হয়েছে আদালতে।

সংসদেও কোমর বেঁধে বিজেপির বিরোধীতা করার পরিকল্পনা করেছে কংগ্রেস। সংসদের উচ্চকক্ষে রাফালে নিয়ে মুলতবি প্রস্তাবের নোটিস দিয়েছে কংগ্রেস। রাফালের তদন্তে যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবি জানিয়েছে কংগ্রেস।

ভোটে সাফল্য পেয়েছে কংগ্রেস। বিরোধী জোটকে স্বস্তি দিয়ে 'হাত' ধরেছেন মায়াবতী ও অখিলেশ। কিন্তু  রাফালে ইস্যুতে মতপার্থক্য দেখা দিয়েছে কংগ্রেস ও সমাজবাদী পার্টির।

রাফালে কাণ্ডে সুপ্রিম কোর্টের রায়ের উপরই ভরসা রাখছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিং যাদব। কংগ্রেস যৌথ সংসদীয় কমিটি চাইলেও তার প্রয়োজন রয়েছে বলে মনে করে না সমাজবাদী পার্টি।

অখিলেশ যাদব বলেন, ''সুপ্রিম কোর্ট যা ঠিক মনে করেছে তাই করেছে। মামলা চলাকালীন জেপিসির দাবি থাকলেও বর্তমানে তার আর প্রয়োজন নেই।'
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment