নাটকীয় প্রেস কন্ফারেন্সে কী বললেন হবু স্বামী, বিয়ের আগে 'ভার্জিনিটি টেস্ট' রাখীর।
হাইপ্রোফাইল বিয়ে অনুষ্ঠিত হয়ে চলেছে বলিউডে, এবার পালা রাখী সাওয়ান্তের।
রাখী সাওয়ান্ত ঘোষণা করে দিয়েছেন তাঁর বিয়ের। বিয়ের আগে হবু স্বামী দীপক কালালের সঙ্গে এক প্রেস কন্ফারেন্সে হাজির হন রাখী।
আগামী ৩১ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন রাখী ও দীপক।
রাখী 'ভার্জিনিটি টেস্ট' পার করে গিয়েছেন, প্রেস কন্ফারেন্সে রাখীর ভার্জিনিটির প্রসঙ্গ তোলেন দীপক।
দীপক একাধিক বিশেষণে ভূষিত করে রাখীর ভূয়সী প্রশংসা করেন । স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাখী এদিন জানান, মিডিয়ার নজরে আসতেই তাঁদের এই প্রেস কন্ফারেন্স। এবার 'ড্রামা কুাইন' রাখী বিয়ে।

0 comments:
Post a Comment