সোমবার রাজ্যসভায় পেশ হতে চলেছে তিন তালাক বিল, বিরোধিতা করবে কংগ্রেস



সোমবার রাজ্যসভায় মোদী সরকারের তরফে তিন তালাক বিরোধী বিল পেশ করা হবে। বিধোধিতা করবে কংগ্রেস জানিয়ে গিয়েছে আগে থেকেই।

গত বৃহস্পতিবার লোকসভায় এই বিল পেশ করে সরকার। সেখানে মোদী সরকার সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ওই বিল পাস হয়ে যায়।  কিন্তু রাজ্যসভায় এতো সহজ হবে না দাবি বিরোধীদের। কারণ এনডিএ সরকারের রাজ্যসভার সদস্য সংখ্যায় ঘাটতি পড়ে যাবে।

কংগ্রেসের তরফে জানানো হয়েছে কোনওভাবেই তিন তালাক বিল তাঁরা রাজ্যসভায় পাস হতে দেবেন না।

কংগ্রেস-সহ বিরোধীরা এই বিলের বিরোধিতা করেছে। এই বিলে তাত্ক্ষণিক তিন তালাককে সরকার ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করেছে। এর জন্য তিন বছেরর শাস্তির প্রতিবিধানও রয়েছে ওই বিলে।

বিজেপির তরফে হুইপ জারি করে সব সদস্যদের হাজিরার নির্দেশিকা জারি করা হয়েছে। আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ পেশ করবেন বিলটি। 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment