জাতীয় সঙ্গীত বাজছিল, মঞ্চেই জ্ঞান হারালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকড়ি



মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে মঞ্চেই আচমকাই অজ্ঞান হয়ে পড়ে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গদকড়ি। মহারাষ্ট্রের আহমেদনগরে একটি অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে। মঞ্চের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ছিলেন তিনি। তবে আপাতত তিনি ভাল আছেন বলে নিজেই টুইট করে জানিয়েছেন মন্ত্রী।

শুক্রবার মহারাষ্ট্রের রাহুরিতে মহাত্মা ফুলে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সমাবর্তনে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নীতীন গড়কড়ি।

জাতীয় সঙ্গীত বাজছিল। জাতীয় সংগীত শুরু হওয়ায় সকলে উঠে দাঁড়ান। সকলের সঙ্গে দাঁড়িয়েছিলেন নীতিন গদকরিও। হঠাত্‍‌ লুটিয়ে পড়েন তিনি।  মঞ্চে জ্ঞান হারিয়ে পড়ে যান গড়কড়ি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, জাতীয় সঙ্গীত চলাকালীন অসুস্থ বোধ করছেন কেন্দ্রীয় মন্ত্রী। এরপরই ডায়াসেই লুটিয়ে পড়ছেন।

মহারাষ্ট্রের রাজ্যপাল সি ভি রাও এবং অন্যান্যরা তড়িঘড়ি ছুটে এসে তাঁকে ধরেন। চিকিত্‍সকরা জানিয়েছেন,  ব্লাড সুগারের মাত্রা কমে যাওয়ার কারণে জ্ঞান হারিয়েছিলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

বর্তমানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে আক্রান্ত নীতিন গদকড়ি। কিডনিও ড্যামেজ হয়ে গিয়েছে। কিছুদিন আগেই তাঁর ব্যারিয়াট্রিক সার্জারি হয়েছে।

পরে গদকড়ি নিজেও ট্যুইট করে জানিয়েছেন, আপাতত ভাল আছেন তিনি।



তিনি লিখেছেন, 'লো সুগারের কারণে হঠাত্‍ই শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। চিকিত্‍সকরা দেখেছেন। এখন ভাল আছি। আপনারা সকলে আমার খবর নিয়েছেন। তার জন্য ধন্যবাদ।'

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment