ব্যাঙ্ক অব বরোদায় মিশে যাচ্ছে বিজয়া ও দেনা ব্যাঙ্ক, সংযুক্তিকরণে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক



মিশে গেল ব্যাঙ্ক অফ বরোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ক। বুধবার তিন ব্যাঙ্কের সংযুক্তিকরণের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্ককে ব্যাঙ্ক অফ বরোদার সঙ্গে মিশে যাওয়ায় এটি দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক বলে গণ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

তবে এই প্রক্রিয়ায় গ্রাহকদের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ২০১৯-এর ১ এপ্রিল থেকে কার্যকর হবে দুই ব্যাঙ্ক এক হওয়ার কার্য প্রণালী।

দেনা ব্যাঙ্ক এবং বিজয়া ব্যাঙ্কে যাবতীয় দায়বন্ধতা এবং কার্য প্রণালী এবার থেকে ব্যাঙ্ক অব বরোদাকে বহন করতে হবে বলে জানানো হয়েছে। 

এদিন বরোদা ব্যাঙ্কের সঙ্গে বিজয়া ও দেনা ব্যাঙ্কের সংযুক্তিকরণের ফলে কোনও ব্যাঙ্ককর্মীর চাকরিকে প্রভাব পড়বে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।  কোনও ব্যাংকর্মীদের কাজের কোনও অসুবিধা হবে না বলে জানিয়েছে কেন্দ্র। 

ব্যাঙ্কের যত স্থায়ী এবং চুক্তিবদ্ধ কর্মী রয়েছেন তাঁদের সকলকে ব্যাঙ্ক অব বরোদায় বদলি করা হবে। বিওবি-র বোর্ডের সদস্যরা এই কর্মীদের সবরকম দায়িত্ব সুরক্ষিত এবং সুনিশ্চিত করবে।

কেন্দ্রীয় ব্যাঙ্কের সচিব জানিয়েছেন, এই তিনটি ব্যাঙ্ক মিশে যাওয়ার কারও চাকরি যাবে না। সবাই নিশ্চিন্ত থাকতে পারেন। বরং কর্মীদের স্বার্থের কথা মাথায় রেখেই এই সংযুক্তিকরণ পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্যাঙ্ক সংযুক্তিকরণ প্রকল্প তৈরি করে কেন্দ্রীয় সরকার ছোট ব্যাঙ্কগুলিকে মিশিয়ে দিচ্ছে বড় ব্যাঙ্কের সঙ্গে।

এর ফলে গ্রাহক পরিষেবা থেকে শুরু করে কাজের পদ্ধতিগত সুবিধাও হবে। আর এই সংযুক্তিকরণের পর তিনটি ব্যাঙ্কই স্বাধীনভাবে কাজ করতে পারবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এ প্রসঙ্গে জানান, এই সংযুক্তিকরণ তিনটি ব্যাঙ্ককেই আরও মজবুত করবে।

গ্রাহকদের জন্যও পরিষেবা আরও ভালো হবে বলে আশ্বাস দিয়েছে অর্থমন্ত্রক। ব্যাংক সংযুক্তিকরণের ফলে ঋণ প্রদানের ক্ষমতা বাড়ার সম্ভাবনা থাকবে। এতে ব্যাংকের পরিষেবা প্রদান ক্ষমতা আরও শক্তিশালী হবে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment