বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান বলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবারের মন্তব্যের পর দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলেও দিনভর চর্চা হয় দিলীপ ঘোষের এমন সুর নরমে।
২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিলীপ ঘোষ বলেন, আমার মন্তব্যকে নিয়ে রাজনীতি করছেন অনেকে। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তৃণমূল রাজ্যের বাইরে আসনই পাবে না, তাহলে জিতবে কী করে, কী করে প্রধানমন্ত্রী হবেন মমতা, আমি বলতে চেয়েছি বাঙালি প্রধানমন্ত্রী হলে শুভেচ্ছা জানাবেন। এই মন্তব্য একেবারেই বাংলার আবেগ থেকে, এখানে রাজনীতির স্থান নেই।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা স্বপ্নই রয়ে যাবে মুখ্যমন্ত্রীর। গতকাল তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে বলে মনে করেন তিনি।
রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বাংলা থেকে যদি কেউ প্রধানমন্ত্রী হন, তবে তাঁকে অবশ্যই শুভেচ্ছা জানাব। মমতা বন্দ্যোপাধ্যায় হলে, তাঁকেও শুভেচ্ছা জানাব একইভাবে।
'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখতে আপত্তি নেই। কিন্তু যতদিন মোদি প্রধানমন্ত্রী আছেন। ততদিন কারও চান্স নেই।'
দিলীপের বক্তব্য, 'আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি সৌজন্যের রাজনীতি পছন্দ করি। ওনাকে শুধু শুভেচ্ছা জানিয়েছি। এর বেশি কিছু নয়। তৃণমূলের তো এ রাজ্যের বাইরে সিট পাওয়ার সম্ভাবনাই নেই। তাহলে কেন্দ্রে যাবে কী করে?'।

0 comments:
Post a Comment