স্বামীর নাম রঞ্জিত মিয়াঁ। বাংলাদেশের মেহেরপুরের বাসিন্দা। একটা দুটো নয়, বিয়ে করেছিলেন ছয়বার। কোনও বউকেই ভাতৃকাপড় দেন না। কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যায় অত্যাচার।
রঞ্জিত মিয়াঁ পেশায় মুরগীর ব্যবসায়ী। হাতে সামান্য টাকা এলেই তাঁর শখ বিয়ে করে নেওয়া। এই যাবদ ছয়বার বিয়ে করছেন তিনি।
প্রথম স্ত্রী খোশজান নেছা, দ্বিতীয় স্ত্রী লিপিয়ারা খাতুন, তৃতীয় স্ত্রী কমেলা খাতুন, চতুর্থ স্ত্রী আনজিরা খাতুন, পঞ্চম স্ত্রী কহিজান নেছা ও শেষবার বিয়ে করেন পানছুরা খাতুনকে।
প্রথম স্ত্রী খোশজান ফের স্বামীর বিয়ের খবর জানতে পেরেই শনিবার ভোরে স্বামী রঞ্জিত মিয়াঁকে ডেকে পাঠান। স্বামী রঞ্জিত মিয়াঁ তাঁর কাছে এলে সহবাসের নামে গোপনাঙ্গে ব্লেড চালিয়ে দেন।
ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁকে। প্রথম স্ত্রী খোশজান নেছাকে গ্রেফতার করেছে পুলিশ।

0 comments:
Post a Comment