এনআরসি কোনও ভারতীয়ের নাম বাদ পড়বে না, অসমে আশ্বাস প্রধানমন্ত্রীর



এনআরসি থেকে কোনও ভারতীয়ের নাম বাদ পড়বে না। অসমে গিয়ে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার অসমের বরাক উপত্যকার শিলচরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এনআরসি থেকে কোনও একজনও ভারতীয় নাগরিক বাদ পড়বেন না।

এনআরসি নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে দেশে। সরকার এনআরসির জন্য সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে অবগত। 

তিনি বলেন, এই এনআরসি দীর্ঘদিন বাস্তবায়িত না হয়ে পড়ে ছিল। ''দশকের পর দশক ধরে এই সমস্যার কোনও সমাধান করা হয়নি। ফেলে রাখা হয়েছিল। আমরাই সুপ্রিম কোর্টে এ নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলাম যাতে সহজে সমস্যার সমাধান করা যায়।''

নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্র পাশ করাতে তত্‍পর বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব বিল পাস করতে বদ্ধপরিকর।

তিনি বলেন, ''আমার সরকার নাগরিকত্ব বিল পাস করানোর প্রক্রিয়া শুরু করেছে। খুব শীঘ্রই সংসদে এই বিল পাস হয়ে যাবে। এই বিলের বহু মানুষের জীবন ও আবেগ জড়িয়ে রয়েছে। এই বিল কোনও একজন মানুষের স্বার্থে করা হচ্ছে না। এই বিল আসলে বহু মানুষের অতীতের বঞ্চনার জবাব।''

এনআরসি কার্যকর করার সময় আরও ছ'মাস বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। আগামী ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ২০১৯ সালের নির্বাচনে জিতে এলে সারা দেশে এনআরসি বলবত্‍ করার প্রচেষ্টা হবে বলে আগে থেকেই গেরুয়া শিবির জানিয়ে দিয়েছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment