আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে জানিয়ে দিলেন, তাঁর সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের ৪০ শতাংশ টাকা দেবে না। কেন্দ্র পুরো টাকা না দিলে এই প্রকল্পে রাজ্য অংশগ্রহণ করবে না।
তিনি বলেন, 'আয়ুষ্মান ভারত থেকে উইথড্র করে নিলাম। অর্থাত্ তোমার থেকে তুমি টাকা দেবে। আমি দেব না। তুমি চিঠি দিয়ে বলবে তুমি করেছো। আমি কেন টাকা দেব?'
জাতীয় স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত গতবছরের শেষে চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশের ১০ কোটি গরিব পরিবারকে স্বাস্থ্য বীমার সুযোগ করে দিতে এই প্রকল্প করা হয়েছে।
যার ফলে প্রায় ৫০ কোটি মানুষ উপকৃত হবেন। বছরে ৫ লক্ষ টাকার বীমা পরিবারপিছু বিনামূল্যে দেওয়া হচ্ছে। সেখানেই মমতা যোগদানে বিরোধিতা করেছেন।
পৃথিবীর সর্ববৃহত স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত স্বাস্থ্য যোজনার মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে খরচে কোনও টাকা দিতে হবে না। সরকারি হাসপাতালে তো বটেই, বেসরকারি হাসপাতালেও এই সুবিধা পাওয়া যাবে। হাসপাতালে ভর্তির আগের ও পরের খরচও এতে ধরা থাকবে।

0 comments:
Post a Comment