ঋণ শোধ করতে না পেরে কর্ণাটকে একই পরিবারের ছয়জন আত্মঘাতী হয়েছেন। শনিবার ঘটনাটি ঘটেছে ঘটনাটি ঘটেছে সেরাজ্যের কোপ্পাল তালুকের মেটাগল গ্রামে।
কোপ্পালের পুলিশ সুপার রেণুকা কে সুমুকর জানান, পরিবারে ছয়জন সদস্যই ছিলেন। স্বামী-স্ত্রী ও চার কন্যা সন্তান।
ঘরের দরজা ভেঙে এদিন সকলকেই বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পাঁচ মহিলার দেহ নিচে পড়ে ছিল। গৃহকর্তার দে ঝুলছিল। সবাই আত্মহত্যা করেছেন বলেই অনুমান।
মৃত্যু হয়েছে গৃহকর্তা ৪২ বছরের শেখরীয় বীড়নাল, গৃহকর্ত্রী ৩৯ বছরের জয়াম্মা এবং তাঁদের চার মেয়ে, ২৩ বছরের বাসম্মা, ২০ বছরের গৌরাম্মা, ১৮ বছরের সাবিত্রী এবং ১৬ বছরের পার্বতীর।
চার বোনের মধ্যে বাসম্মা এবং গৌরাম্মা বিবাহিত ছিলেন। তাঁরা ওই সময় বাপের বাড়ি এসেছিলেন বলেই মনে করছে পুলিস।
পুলিশ জানিয়েছে, শেখরাইয়া বিদানল নামে এই কৃষককে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার আগে শেখরীয় প্রথমে স্ত্রী এবং চার মেয়েকে বিষ খাওয়ান। তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ আত্মহত্যার কারণ নির্দিষ্ট করে কিছু না বললেও গ্রামবাসী প্রতিবেশীরা পুলিসকে জানিয়েছেন, চাষের জন্য ব্যাঙ্ক থেকে প্রচুর ঋণ নিয়েছিল পরিবারটি। কিন্তু ফসলে লোকসান হওয়ায় তাঁরা দেনার দায়ে পড়ে যান।

0 comments:
Post a Comment