ইয়েলো ভেস্ট আন্দোলনে জর্জরিত প্যারিসের জনজীবন। রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধছে।
এরমধ্যে শনিবার ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস। এই যটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। তবে বিস্ফোরণে কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার মধ্য প্যারিসে অবস্থিত বিজনেস সেন্টারে প্যারিস বেকারিতে ভয়ংকর বিস্ফোরণ হয়। স্থানীয় সময় বেলা ১০টার সময় বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল এই বিজনেস সেন্টারের উল্টোদিকে থাকা বাড়িগুলোরও ব্য়াপক ক্ষতি হয়েছে। রাস্তায় থাকা অধিকাংশ গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছে। তছনছ হয়েছে প্যারিস বেকারির চারদিক।
দমকলকর্মীরা দ্রুত ব্যবস্থা নেন। ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ধ্বংসস্তূপ পরিস্কার করে অবস্থা স্বাভাবিক করার চেষ্টা শুরু করে পুলিশও।
প্রাথমিক তদন্তের পর অনুমান করা হয়েছে প্যারিস বেকারিতে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকেই এই ঘটনা। তবে, এর পিছনে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে কি না তা এখুনি উড়িয়ে দেয়নি প্যারিস পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করেন ইন্টেরিয়র মিনিস্টার ক্রিস্টোফার কাস্টানার। পরে তিনি জানান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

0 comments:
Post a Comment