বিমান বন্দরের মত উন্নত পরিষেবা চালু করতে চলেছে রেল



দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে থাকবে বোর্ডিং টাইম। অর্থাত্‍ ট্রেন ছাড়ার ২০ মিনিট আগেই সংশ্লিষ্ট স্টেশনে ঢুকতে পারবেন যাত্রীরা। তার আগে পর্যন্ত স্টেশন সিল করা থাকবে।

প্রত্যেকটি প্রবেশ পথে যাত্রীদের চেক করা হবে। ট্রেন ছাড়ার ১৫ থেকে ২০ মিনিট আগে যাত্রীদের চেকিং করে প্লাটফর্মে ঢুকতে দেওয়া হবে। উন্নত প্রযুক্তির মেশিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যেভাবে বিমান বন্দরে চেকিং করা হয় সেভাবেই চেকিং করা হবে।  বিমান বন্দরের মত পরিষেবা চালু করতে চলেছে রেল।

কুম্ভমেলার আগেই প্রয়াগরাজ স্টেশনে এই উচ্চ পর্যায়ের নিরাপত্তা মূলক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। কর্নাটকের হুবলি স্টেশনেও চালু হবে এই পরিষেবা।

দেশের ২০২টি স্টেশনে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরপিএফের ডিরেক্টর জেনারেল অরুণ কুমার। রেলের সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment