দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এবার প্রধানমন্ত্রীর নয়া হাতিয়ার হতে চলেছে চিপ ভিত্তিক ই-পাসপোর্ট। চিপ ফলে আগামী দিনে আর বর্তমান পাসপোর্ট থাকবে না। বদলে যাবে ভারতীয় নাগরিকদের পাসপোর্ট।
আধুনিক প্রযুক্তিতে নাগরিকত্ব সুরক্ষিত করতে এবার ই-পাসপোর্ট তৈরি করতে চলেছে কেন্দ্র। নয়া সেই পাসপোর্টে চিপ লাগানো থাকবে বলেও এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেন। পাসপোর্টে থাকা চিপেই গ্রাহকের তথ্য সুরক্ষিত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, 'পাসপোর্ট সার্ভিসে কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন একটি পদ্ধতি আনার পরিকল্পনা করা হচ্ছে। চিপবেসড ই-পাসপোর্ট করার কথা ভাবা হচ্ছে।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও জানান, ভিসা দানের পদ্ধতিকে আরও সরল করার কাজও শুরু হয়েছে। পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন ও ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, এই ২ ধরণের ভিসার ক্ষেত্রেই সরলীকরণ হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, তাঁদের লক্ষ্য হল ভারতীয়রা বিশ্বের যে প্রান্তেই থাকুন তাঁরা যেন খুশি থাকেন, সুরক্ষিত থাকেন।
মঙ্গলবার বারাণসীতে প্রবাসী ভারতীয় দিবস ২০১৯-এর উদ্বোধন করে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেন্ট্রালাইজড পাসপোর্ট সিস্টেম প্রকল্পের আওতায় এই নয়া পাসপোর্ট তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। ভারতের দূতাবাস বিশ্ব জুড়ে পাসপোর্ট সেবা প্রকল্প নিয়ে যোগাযোগ রাখছে। প্রধানমন্ত্রী এদিন পরিস্কার জানান, চিপ ভিত্তিক ই-পাসপোর্ট পাঠানোর কাজ শুরু হয়েছে।
হাতে পেতে এখন কেবল সময়ের অপেক্ষা। মোদি বলেন, দিনের পর দিন কংগ্রেস দেশকে লুট করেছে। দেশের সেই চরম দুর্দিনে দেশকে দিশা দেখিয়েছে বিজেপি। দেশ থেকে দুর্নীতি দূর করেছে এনডিএ সরকার

0 comments:
Post a Comment