স্ত্রীর হাতে নিগ্রহের শিকার স্বামী বেছে নিলেন আত্মহত্যার পথ। ঘটনা পূর্ব বর্ধমানের কালনার মাতিস্বর গ্রামের। স্ত্রীর হাতে প্রকাশ্যে নিগৃহীত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন যুবক বাবলু ঘোষ। তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল।
উদ্ধার হওয়া সুইসাইড নোটেই স্পষ্ট হল স্ত্রীর হাতে নিগৃহীত হয়ে যুবক বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। মর্মান্তিক এই ঘটনা পূর্ব বর্ধমানের কালনার মাতিস্বর গ্রামে।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। বর্ধমান আদালতে পলাশ ঘোষের বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল।
সেই মামলায় হাজিরা দিয়ে বর্ধমান স্টেশনে তিনি অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য। হঠাত্ সেখানে হাজির হন স্ত্রী। অভিযোগ, ভরা স্টেশনেই জুতো দিয়ে স্বামীকে মারধর শুরু করেন স্ত্রী পায়েল। স্ত্রীর বাপের বাড়ির লোকেরাও তাঁকে মারধর করে বলে অভিযোগ। এমনকী, স্থানীয় জনতার হাতেও নিগৃহীত হন পলাশ ঘোষ ও তাঁর বাড়ির লোকেরা।
এরপর জিআরপি এসে তাঁদের উদ্ধার করে। অভিযোগ, প্রকাশ্যে এমন অভিযোগ সহ্য করতে পারেননি তিনি।
রাতে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাবলু। নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। আদালতের বিবাদের জেরে স্টেশনে পলাশকে মারধর করায় অপমানিত হয়ে এই কাণ্ড ঘটান পলাশ।

0 comments:
Post a Comment