মুণ্ডহীন প্রসব, গর্ভেই থেকে গেল শিশুর মাথা



কয়েকদিন আগে প্রসব যন্ত্রণা শুরু হওয়ায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করে তাঁর বাড়ির লোক। সেখানেই এক নার্সের ভুলে মারা গেল মহিলার শিশু।

 শিশুটি জন্মের সময় তাকে গায়ের জোরে বের করে আনেন নার্স। শিশুটিকে মায়ের গর্ভ থেকে বাইরে নিয়ে আসার পর দেখা যায় শিশুটির মুণ্ডহীন দেহ বেরিয়ে এসেছে। পরিবারের লোককে না জানিয়েই শিশুটির নিথর দেহ মর্গে পাঠিয়েদেন নার্স।

ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমিরের রামগড় হেল্থ সেন্টারে। ওই হাসপাতালের অন্যান্য কর্মীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে বিতর্ক আরও চরমে ওঠে। জানা গিয়েছে, ওই মহিলার শারীরিক অবস্থাও খুব সঙ্গীন। আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

 মহিলাকে জয়পুরের উমেদ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর উমেদ হাসপাতালের চিকিত্‍সকরা মহিলার অস্ত্রোপচার করেন। তাতেই তাঁরা দেখেন, মায়ের গর্ভে তখনও রয়েছে শিশুটির মাথা।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment