বন্ধ হচ্ছে ২ হাজারের নোট ছাপানো



২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিল কেন্দ্র। ছাপা বন্ধ মানেই যে ২ হাজারের নোট বাতিল বা অকেজো হয়ে গেল তা নয়। তবে ধীরে ধীরে তা বাজার থেকে তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

২০১৬ সালের ৮ নভেম্বর পুরনো ৫০০ ও ১ হাজারের নোট বাতিল করে দেয় নরেন্দ্র মোদী সরকার। তার কয়েকদিন পরে ২ হাজার টাকার নোট বাজারে আনা হয়। এখন সেটাই ছাপা বন্ধ করে দেওয়া হচ্ছে।

দু'‌বছ
রের মধ্যে এই নোট ছাপানো বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে যে কারণে নোট বাতিল করা হয়েছিল, ২০০০ টাকার নোট বাজারে নিয়ে এসে কালো টাকার নোটের রমরমা বেড়েছে বলে মনে করা হচ্ছে। এমনকী কর ফাঁকি বেড়েছে বলেও মনে করা হচ্ছে। তাই এটাও ছাপা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত।

নতুন করে আর ২০০০ টাকার নোট ছাপানো হবে না। আবির্ভাবের দুই বছরের মধ্যেই ইতিহাস হতে চলেছে ২ হাজার টাকার নোট। এবার কোন নোট বাজারে আসে সেটাই দেখার।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment