লোকসভা নির্বাচনের মুখে লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে নিজেকে ইভিএম বিশেষজ্ঞ বলে দাবি করা সৈয়দ সূজা নামে এক ব্যক্তি এমনই সব চাঞ্চল্যকর দাবি করলেন। সোমবার ভিডিও কনফারেন্সিংয়ে এক সাংবাদিক বৈঠক করেন তিনি।
২০১৪ সালের লোকসভা নির্বাচন পুরোটাই রিগিং হয়েছে। তাঁর দাবি, বিজেপি রিগিং করে ইভিএম বিভ্রাট করে ক্ষমতায় এসেছে। ২০১৪ সালের আগে ভারতে যে ইভিএম তৈরি হয়েছে তাতে তিনি কাজ করেছেন বলে তাঁর দাবি। ভারতের ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে তিনি কাজ করেছেন বলেও সৈয়দ জানিয়েছেন।
কীভাবে ইভিএম হ্যাক করে রিগিং করা হয় সেসবও তিনি দেখাবেন বলে দাবি করেছেন। এই গোটা ষড়যন্ত্রে বিজেপির সঙ্গে কারা জড়িত ছিলেন এবং এর ফলস্বরূপ কী কী ঘটনা ঘটেছে, তারও একটা লম্বা তালিকা পেশ করেছেন সৈয়দ সূজা।
ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, লন্ডনে একটি ইভিএম নিয়ে ইভেন্ট হয়েছে বলে আমাদের গোচরে এসেছে। সেখানে দাবি করা হয়েছে ইভিএম কারচুপি করা সম্ভব। এই ইভিএমগুলি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অ্যান্ড ইলেকট্রনিক্স কর্পোরেশনে কড়া নিরাপত্তায় তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে তা পর্যবেক্ষণ করা হয়েছে।
ফলে কোনওভাবেই উচ্চক্ষমতা সম্পন্ন ইভিএমে কারচুপি সম্ভব নয়। ফলে যাঁরা এই অনুষ্ঠানের আয়োজক তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া যায় কমিশন তা খতিয়ে দেখছে।

0 comments:
Post a Comment