তৃণমূলে ভাঙন ! বিজেপিতে যোগ দিলেন তৃণমূল সাংসদ, কী বলছেন মুকুল রায় !



লোকসভার প্রাক্কালে তৃণমূলের সাংসদকে দলে নিয়ে কি তৃণমূল ভাঙার কাজ শুরু করে দিলেন মুকুল রায়।

বিজেপিতে যোগ দিলেন বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ। আজ দিল্লিতে বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে তিনি দল বদল করেন। মুকুল রায়, রাহুল সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর এদিন বিজেপিতে যোগদানের পর মুখ খুললেন একসময়ে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড তথা বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়। তিনি সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন, আজ তৃণমূলের পতনের সূত্রপাত হল।

সাংসদ ও বিধায়কদের যে দল, আজ সৌমিত্র বিষ্ণুপুর থেকে জেতা সাংসদ, নরেন্দ্র মোদীর বিপুল কর্মকাণ্ডে সাড়া দিয়ে শামিল হয়ে এগিয়ে যেতে বিজেপিতে যোগ দিল। মুকুলের কথায়, সৌমিত্র খুব ছোট বয়স থেকে রাজনীতি করেছে। ছাত্র, যুব সংগঠন করেছে। একসময়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল। এখনও যুব তৃণমূলের সাধারণ সম্পাদক ছিল।

সৌমিত্রকে দক্ষ সংগঠকের তকমা দিয়ে মুকুল বলেন, যুব সমাজে ওর প্রভাব রয়েছে। আমি আপনাদের বলতাম, অথচ আপনারা ভাবতেন মুকুল রায় কী বলছেন।

দলে যেভাবে দুর্নীতিরাজ কায়েম হয়েছে, তার বিরুদ্ধে সরব হয়ে সৌমিত্র নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে সামনে রেখে ভারতবর্ষের উন্নয়নে শামিল হয়েছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment