তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, কম্পনের মাত্রা ৬.৪



আজ তীব্র ভূমিকম্পন অনুভূত হয় জাপানের দক্ষিণ পূর্ব উপকূলে। কম্পনের মাত্রা ছিল ৬.৪।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভুসর্বেক্ষন সংস্থা জানাচ্ছে, ভুপৃষ্ঠ থেকে ভূমিকম্প ২৪ মাইল গভীরে হয়েছে। ১১৬ কিমি এলাকা জুড়ে এর বিস্তার ছিল। ফলে জাপানের অনেক দূর পর্যন্ত এর কম্পন অনুভূত হয়।

হটাত্‍ ভূকম্পনের ফলে  তীব্র আতঙ্ক তৈরি হয় সেখানকার মানুষের কাছে। যার জেরে মানুষজন বাড়ি, ঘর, অফিস ছেড়ে রাস্তায় নেমে আসে।

বাড়ি ঘর ও রাস্তায় ফাটল দেখা যায়। এখনো পর্যন্ত এই কম্পনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি ।

জাপানে ভূমিকম্প সাধারণ ব্যাপার। মাঝে মধ্যেই জাপান ভূমিকম্পে কেঁপে ওঠে।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment