সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ায় বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ভর্তি হতে হয়েছিল দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে।
এইমস সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে অমিত শাহকে এইমস থেকে ছেড়ে দেওয়া হয়।
এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে টুইট করেন অমিত শাহ। তিনি লেখেন, 'ঈশ্বরের আশীর্বাদে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছি। আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই, যাঁরা আমার দ্রুত সুস্থতা চেয়ে প্রার্থনা করেছিলেন।'
রথের বিকল্প কর্মসূচি হিসেবে রাজ্যের পাঁচটি জায়গায় জনসভা করবেন সর্বভারতীয় সভাপতি।২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি টানা বাংলায় থাকবেন শাহ। তার কয়েক ঘণ্টার মধ্যেই খবর আসে অসুস্থ অমিত শাহ।

0 comments:
Post a Comment