সামনেই লোকসভা নির্বাচন। আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই বুধবার কংগ্রেসের এই মাস্টারস্ট্রোক, সরাসরি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন কংগ্রেস সভাপতির বোন প্রিয়াঙ্কা গান্ধী।
৪৭ বছরের প্রিয়াঙ্কা বরাবরই আমেঠি এবং রায়বরেলি কেন্দ্রে দাদা রাহুল ও মা সোনিয়ার হয়ে প্রচারে এসেছেন। এবার এলেন সক্রিয় রাজনীতিতে অন্য মেজাজে।
আর এই নিয়েই নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, কারোর কাছে পরিবার মানেই দল। পাশাপাশি দাবি করেন, কে কোন পরিবার থেকে এসেছে, সেটা কখনই বিজেপি-তে দেখা হয় না। বুধবার মহারাষ্ট্রে দলীয় কর্মীদের একটি সভা থেকে মোদি বলেন, 'কয়েকজনের কাছে পরিবার মানেই দল। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির কাছে দল মানেই পরিবার। একটি পরিবার কী চাইছে তার ভিত্তিতে আমাদের দলে কোনও সিদ্ধান্তই নেওয়া হয় না। কিংবা কাউকে বিশেষ সুবিধাও দেওয়া হয় না। কিন্তু কোথাও কোথাও সেটা হয়। তাই বলা যায়, সেক্ষেত্রে পরিবারকেই দল হিসেবে মনে করেন তাঁরা। কিন্তু বিজেপি এটা কখনই ভাবে না।' বিজেপি-ই একমাত্র দল যাঁরা গণতন্ত্রকে মেনে চলে।
তাঁর কথায়, 'বিজেপি দলটি হল তার সদস্যদের। এই দলটি তৈরি করেছেন সাধারণ সদস্যরাই। এবং দলটি কেবলমাত্র দেশের কাছেই দায়বদ্ধ।
এদিকে, কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণার পরেই টুইট করে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানান স্বামী রবার্ট বঢরা। লেখেন, 'অভিনন্দন পি... তোমার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মূহূর্তে সবসময় তোমার পাশে রয়েছি। নিজের সেরাটা দিও।'
সোনিয়া-কন্যার রাজনীতিতে আসার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত কংগ্রেস কর্মী সমর্থকেরা। লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে সংগঠনকে মজবুত করতে কাজ করবেন প্রিয়াঙ্কা। আর এই খবর রটে যেতেই উত্তরপ্রদেশে কংগ্রেস কর্মীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস। ইতিমধ্যে সেখানকার কংগ্রেস কর্মীরা প্রিয়াঙ্কাকে 'দুর্গা'র অবতার হিসাবে পোস্টারও তৈরি করে ফেলেছে। পোস্টারে বলা হয়েছে যে, মা দুর্গা কি অবতার, মা প্রিয়াঙ্কা গান্ধীজি।

0 comments:
Post a Comment