জনধন অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা, গুঞ্জন প্রধানমন্ত্রী টাকা পাঠাচ্ছে



ব্যাংক অ্যাকাউন্টে কোথা থেকে টাকা আসছে কেউ জানে না। হতবাক গ্রামবাসীরা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা। গ্রামবাসীদের ধারনা, প্রধানমন্ত্রীর জন ধন যোজনা প্রকল্প থেকেই এই টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে।

অজ্ঞাত উত্‍সস্থল থেকে প্রায় চারশো অ্যাকাউন্টে ঢুকল মোটা অঙ্কের টাকা। পূর্ব বর্ধমানের  শিবলুন, বেলুন, তলাড়ি সেনপাড়া, অম্বলগ্রাম,নবগ্রাম, গঙ্গাটিকুরী গ্রামের বাসিন্দাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ থেকে ২৫ হাজার টাকা করে ঢুকেছে।

এই ঘটনা জানাজানি হতেই গঙ্গাটিকুরির ওই দুটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখায় পড়েছে টাকা তোলার হিড়িক।

টাকা তুলতে গ্রামবাসীরা ব্যাঙ্ককে ভিড় জমিয়েছে। সোমবার সকালে গ্রামের এসবিআই-এর কিয়স্কে গিয়ে গ্রামবাসীরা প্রথম জানতে পারে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেদার টাকা ঢুকছে।

ব্যাঙ্ক কতৃপক্ষ অ্যাকাউন্টে টাকা আসার কথা স্বীকার করে বলেন, "কোথা থেকে টাকা এসেছে সঠিক ভাবে বলা সম্ভব নয়।"

গত সপ্তাহে একইভাবে আউশগ্রামের একটি ব্যাঙ্কের প্রায় ১৫০টি অ্যাকাউন্টে মোটা অংকের টাকা ঢুকেছিল।

অ্যাকাউন্টে এই টাকা ঢুকতেই, মানুষের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, কালো টাকা উদ্ধারের পর প্রধানমন্ত্রী টাকা দেবে বলেছিল, হয়ত সেই টাকা এখন অ্যাকাউন্টে ঢুকছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment