নরেন্দ্র মোদী সরকার কথা রেখেছে, ভারতের সব গ্রামে পৌঁছে গেল বিদ্যুৎ



২০১৪ সালে ক্ষমতায় আসার পরই দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছিল মোদী সরকার।

একই সঙ্গে গরিবদের ঘরে নিখরচায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথাও বলা হয়েছিল। সেই মতো বাজেট বরাদ্দ করা হয়েছিল।

এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  সহজ বিজলী হর ঘর যোজনা বা ‘সৌভাগ্য’ প্রকল্পের কথা ঘোষণা করেন। সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য সময়সীমা ধার্য করা হয়েছিল  ২০১৮-র ডিসেম্বর।

২০১৫ সালের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন আগামী হাজার দিনের (২০১৮-র ডিসেম্বর) মধ্যে দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেবে তাঁর সরকার।

২০১৮ সালের ২৯ এপ্রিল। টুইট করলেন প্রধানমন্ত্রী। জানিয়ে দিলেন, তাঁর সরকার কথা রেখেছে। ২৮ এপ্রিল এই কাজ সম্পূর্ণ করা হয়েছে। অর্থাৎ, দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছে।

রবিবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়, শনিবার মধ্য মণিপুরের সেনাপাতি জেলার একটি গ্রামে বিদ্যুদয়নের কাজ সম্পূর্ণ হয়েছে। আর এর মাধ্যমেই সম্পূর্ণ হয়েছে দেশের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ।

আর, সকলের জন্য নিরবচ্ছিন্ন (২৪ ঘণ্টা x ৭ দিন) বিদ্যুৎ দেওয়ার জন্য সময় ধরা হয়েছে ২০১৯-এর মার্চ।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment