Lok Sabha Election 2024 'প্রার্থী হবেন না' প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গাঙ্গুলিকে নতুন পরামর্শ কার?


'এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন।' 

প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে ভোটে না দাঁড়ানোর অনুরোধ জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রবিবার নিজের X হ্যান্ডলে প্রাক্তন বিচারপতিকে এই অনুরোধ জানিয়ে রবিবার সকালে এই পোস্টটি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।




'শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত। ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে। বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনও সময় আছে, ওদের বলে দিন, প্রার্থী হবেন না তমলুকে।'

সঙ্গে তিনি আরও লিখেছেন, 'তমলুকে তৃণমূল জিতবে। দু'মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে, সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনও সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম।'

উল্লেখ্য, প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় BJP-তে যোগ দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর তমুলক (Tamluk) কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। গত রবিবার ব্রিগেড সমাবেশ থেকে তমলুকের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হয়েছে দেবাংশু ভট্টাচার্যের।

কুণালের এমন অনুরোধের অন্তরাল থেকে নিশানা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা বুঝতে কারও অসুবিধা হয়নি। যদিও এখনও বিজেপি শীর্ষ নেতৃত্ব তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে কারও নাম ঘোষণা করেননি। 

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment