পাসপোর্টে বয়স ৪১, দেখতে ২১ , বিমানবন্দরে আটকানো হল এই মহিলাকে !



ইউক্রেন:  ৪১ বছর বয়সি ইউক্রেনের এই মহিলাকে আটক করা হয় বিমানবন্দরের পাসপোর্ট কন্ট্রোল বিভাগে। তাঁর অপরাধ কি জানেন? না তাঁর কাছে সমস্ত বৈধ কাগজপত্র ছিল। তাঁর ব্যাগেজেও কোনও নাশকতার সঙ্গে যুক্ত তেমন কিছুই উদ্ধার হয়নি। তাঁর দোষ তিনি তাঁর আসল বয়সের তুলনায় দেখতে অনেক তরুণ। সেইজন্যে পাসপোর্ট দফতরের আধিকারিকরা বিশ্বাসই করতে পারেননি, যে মহিলা তাঁর নিজের পাসপোর্টই ব্যবহার করছেন। তাঁরা ভেবেই নিয়েছিলেন ন্যাটালি জেনকিভ নামের ওই মহিলা তাঁর থেকে অন্তত কুড়ি বছরের বড় কোনও মহিলার ছবি পাসপোর্টে ব্যবহার করেছেন।


সেই জন্যে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিমানবন্দরের অন্য ব্যক্তিরা তাঁকে চিহ্নিত করে এগিয়ে এসে অটোগ্রাফ নিতে চাইলে আধিকারিকদের ভুল ভাঙে।

A post shared by Lama (@nataliadzenkiv) on

ন্যাটালি পেশায় একজন ব্যান্ড গায়িকা। লামা নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। তুরস্কে ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন এই সুন্দরী। সেই সময়ই বিমানবন্দরে তাঁকে আটকানো হয়।

A post shared by Lama (@nataliadzenkiv) on

তবে পরে যখন তাঁকে বিমানবন্দরে আটকে রাখার আসল কারণ মহিলা জানতে পারেন, তিনি কার্যত হাসি আর চেপে রাখতে পারেন না। ন্যাটালি জানিয়েছেন, তিনি বয়সের তুলনায় যেহেতু অনেক কমবয়সি দেখতে, তার জন্যে বিভিন্ন লোকের থেকে নানা সময় প্রশংসা পেয়েছেন। কিন্তু সেই জন্যে কখনও তাঁকে বিমানবন্দরে আটকে রাখা হতে পারে, সেটা তিনি ভাবতেই পারেননি।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment