বৌদি’র সঙ্গে জোর করে বিয়ে, আত্মহত্যা কিশোরের



বিধবাকে বৌদি’র সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তাঁর। বয়সে ১০ বছরের বড় স্ত্রী’কে মেনে নিতে না পেরে আত্মহত্যা করল ১৫ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়।

বাল্য বিবাহের যে ঘটনাগুলি এদেশে সাধারণত শোনা যায়। এটি তা নয়। তাই এক কিশোরকে জোর করে বৌদি’র সঙ্গে বিয়ের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গত সোমবার ঘটনাটি ঘটে গয়ার বিনোবা নগরে।

পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম মহাদেব দাস। জেলার এক সরকারি স্কুলে ক্লাস নাইনে পড়াশোনা করত সে। জানা গেছে, দাদা সন্তোষের মৃত্যুর পর বৌদি রুবির সঙ্গে জোর করে বিয়ে দেওয়া হয় মহাদেবের। সন্তোষ ও রুবির দুই সন্তান রয়েছে। গ্রামের এক মন্দিরে পরিবার ও আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়। বিয়ের সাক্ষী হিসেবে ১০ জন উপস্থিত ছিলেন। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আত্মহত্যা করে মহাদেব। পুলিশ তদন্ত শুরু করেছে।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment