ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে , এমডিআর চার্চ দিতে লাগবেনা আর


দু’হাজার টাকা পর্যন্ত ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেটস বা এমডিআর  ব্যাংকগুলিকে মিটিয়ে দেবে খোদ কেন্দ্রই। নোটবন্দীর এক বছর পেরিয়ে আসার পরও ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ী অথবা ব্যাংকের উপর কোনও বোঝা থাকবে না। পয়েন্ট অব সেল (পিওএস) যন্ত্রে কার্ড ঘষে কেনাকাটার জন্য দোকানগুলিকে এইজন্য  টাকা ব্যাংকের কাছে জমা দিতে হয়। যাতে ছোট ছোট ব্যবসায়ীরা আও বেশি করে এভাবে লেনদেন করে তাই আপাতত কেন্দ্রের এই খরচ বহন করবে৷
তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে দু’বছরের জন্য এই সুবিধা মিলবে। এটি  প্রযোজ্য হবে যে কোনও ডেবিট কার্ড, ভীম ইউপিআই অ্যাপ এবং আধারের মাধ্যমে করা লেনদেনগুলির ক্ষেত্রে। এ জন্য কেন্দ্রের ভাড়ার  থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা যাবে।
মন্ত্রী জানান, ডেবিট কার্ড থাকলেও, বহু ক্ষেত্রে কম অঙ্কের লেনদেনে মানুষ নগদে টাকা মেটাতেই চান৷  অথচ দেখা যায় এইরকম ছোট লেনদেনগুলি মিলে মোট লেনদেনের অনেকটা জুড়ে রয়েছে। তাই সেই সব মানুষকে ডিজিটাল পরিষেবার আওতায় আনতেই এমন উদ্যোগ৷
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment