বিল গেটসকে অনুপ্রাণিত করল অক্ষয় কুমারের হিন্দি ছবি ‘টয়লেট: আ লাভ স্টোরি’



এবার বলিউডে মজলেন বিল গেটস। মাইক্রোসফ্টের সহ প্রতিষ্ঠাতা মঙ্গলবার নিজমুখে স্বীকার করলেন হিন্দি ছবি ‘টয়লেট: আ লাভ স্টোরি’ তাঁকে অনুপ্রাণিত করেছে।

তিনি নিজেই বিশ্বের বহু মানুষের কাছে অনুপ্রেরণা। বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের জন্যে উপকৃত হাজার হাজার মানুষ। সেই বিল গেটসই মঙ্গলবার নিজের অ্যাকাউন্ট থেকে সাতটি ট্যুইট শেয়ার করলেন তাঁর অনুগামীদের সঙ্গে।

তাঁর পছন্দের তালিকায় একদিকে যেমন রয়েছে এডওয়ার্ডো সানশেজের স্নাতক হওয়ার গল্প তেমনই রয়েছে ভূটান ও মালদ্বীপের নানা কাহিনী। সেই তালিকাতেই দু’নম্বরে জায়গা করে নিয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবিটি। ট্যুইটে তিনি লেখেন, ‘এই তালিকার ঘটনাগুলি আমাকে অনুপ্রাণিত করেছে, এবং আগামীদিনে জন্যে আশাবাদী করে তুলেছে।’ ‘টয়লেট: আ লাভ স্টোরি’ সম্পর্কে বিল গেটস বলেছেন, ‘ভারতের স্যানিটেশন চ্যালেঞ্জ সম্পর্কে দর্শকদের শিক্ষিত করেছে।’

আর ঠিক কোন কোন ঘটনা ২০১৭ সালে বিল গেটসকে অনুপ্রাণিত করল, রইল তারই এক ঝলক...
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment