অগ্নি-৫-এর ফের সফল উৎক্ষেপণ, আওতায় সমগ্র চিন, অস্বস্তি চিনের



ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিজ়াইল অগ্নি-৫-এর ফের একবার সফল উৎক্ষেপণ হল। বৃহস্পতিবার সকালে ওড়িশা উপকূলে আবদুল কালাম আইল্যান্ডের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মিজ়াইলটি উৎক্ষেপণ হয়। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি ১৯ মিনিট আকাশে ছিল এবং এই সময়ের মধ্যে ৪,৯০০ কিমি পথ পাড়ি দিয়েছে।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) সূত্রে জানা গেছে, অগ্নি সিরিজ়ের সবচেয়ে অ্যাডভান্সড এই ক্ষেপণাস্ত্র। যা পরমাণু অস্ত্রবহন করতে সক্ষম। ৫৮০০ কিমি পাল্লার এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। আর এর ফলে অগ্নি ৫-এর পাল্লার মধ্যে চলে আসছে সমগ্র চিনও। যা নিয়ে রাতের ঘুম উড়েছে বেজিংয়ের।

এর আগে চারবার এই মিজ়াইল পরীক্ষা হয়েছে। ১৭ মিটার দীর্ঘ মিজ়াইলটি প্রথমবার ২০১২ সালে পরীক্ষা করা হয়। ২০১৩, ২০১৫ ও ২০১৬ সালেও পরীক্ষা হয়। চারবারই লেটার মার্কস পেয়েছে অগ্নি-৫। স্ট্রাটেজিক ফোর্সেস কমান্ড (যারা ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণ করে) আর কয়েকবার পরীক্ষার পর সেনাবাহিনীর হাতে এই ক্ষেপণাস্ত্র তুলে দেবে। ৫০ টনের এই মিজ়াইল চলে এলে বায়ুসেনার শক্তি আরও বহুগুণ বেড়ে যাবে। কারণ, অ্যামেরিকা, রাশিয়া, চিন, ফ্রান্স ও ব্রিটেন ছাড়া অন্য কোনও দেশের কাছে ৫০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নেই।

প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন বলেন, “পরমাণু অস্ত্রবহনে সক্ষম এই মিজ়াইলের সফল উৎক্ষেপণ হয়েছে।”
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment