পড়াশুনায় অমনোযোগী! স্কুলে হাজিরাতেও ধারাবাহিকতার অভাব৷ সেই কারণে দ্বাদশ শ্রেণীর ছাত্রকে সামান্য বকাঝকা করেছিলেন স্কুলের প্রিন্সিপাল৷ সেই কারণেই ছাত্রের গুলিতে প্রাণ হারালেন স্কুলের প্রিন্সিপাল৷
ঘটনাস্থল হরিয়ানার যমুনানগরের বিবেকানন্দ স্কুলে৷ সংবাদসংস্থা সূত্রে খবর, শনিবার স্কুল চলাকালীন সটান প্রিন্সিপালের রুমে ঢুকে পরে ওই ছাত্র৷ এরপর সেখানেই অধ্যক্ষকে পরপর তিনটি গুলি করে দ্বাদশ শ্রেণীর ছাত্র৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অধ্যক্ষর৷
জানা গিয়েছে, স্কুলে ওই ছাত্রের হাজিরা কম এবং স্বভাব চরিত্রও ভালো না হওয়ায় তাকে প্রায়ই বকাঝকা করত৷ রাগের বশেই সে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র নিয়ে এসে প্রিন্সিপালকে গুলি করে হত্যা করে৷
স্কুলে পড়াশুনার মন নেই৷ সেই কারণে ছাত্রকে পড়াশুনার মেনট্র্যাকে ফেরাতে চেয়েছিলেন অধ্যক্ষ৷ তাই বকা দিয়ে ছাত্রকে বোঝানোর চেষ্টা করেছিলেন অধ্যক্ষ৷ কিন্তু তার মাশুল যে এভাবে গুনতে হবে সেটি হয়তো ঘুনাক্ষরেও বুঝতে পারেন নি অধ্যক্ষ৷
এই ঘটনায় অভিযুক্ত ছাত্র রাজেশ কালিয়াকে গ্রেফতার করেছে পুলিশ৷

0 comments:
Post a Comment