দুষ্কৃতীর তাণ্ডবে কেঁপে উঠল হাওড়া। নিশানায় সরস্বতী প্রতিমা ও মণ্ডপ। রবিবার রাতে দাসনগর এলাকায় গুঁড়িয়ে দেওয়া হল সরস্বতী প্রতিমা, জ্বালিয়ে দেওয়া হল পুজোর মণ্ডপ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হাওড়ার দাসনগর এলাকায় সরস্বতী পুজোর আয়োজন করে ‘গ্রিন স্টার ক্লাব’। বাগদেবীর আরাধনায় মেতে উঠে ওই এলাকা, দিনভর চলে মণ্ডপ তৈরির কাজ। রাত দু’টো নাগাদ মণ্ডপ তৈরির কাজ শেষ করে বাড়ি ফিরে যান ক্লাবের সদস্যরা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত তিনটে নাগাদ হঠাৎই মণ্ডপে আগুন জ্বলতে দেখা যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে প্রতিমা। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু করেন এলাকার মানুষজন। যদিও ততক্ষণে গোটা পুজোমণ্ডপই পুড়ে ছাই। অভিযোগ, খবর দিলেও ঘটনাস্থলে দেরিতে পৌঁছয় দমকল।
Howrah (West Bengal): Pooja Pandal & idols of Goddess Saraswati set ablaze in Dasnagar's Baltikuri allegedly by some people whose liquor shops at the spot was closed by locals earlier #VasantaPanchami pic.twitter.com/mljIaCLbib— ANI (@ANI) January 22, 2018
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় বেআইনি পার্কিংয়ের ব্যবসা চালায় একদল সমাজবিরোধী। সেই সঙ্গে রমরমিয়ে চলে মদ ও জুয়ার ঠেক। তাই ওই এলাকায় পুজো করতে দিতে নারাজ তারা। এই ঘটনার নেপথ্যে মুসলিম দুষ্কৃতীরা রয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে এই ঘটনায় কিছুটা হলেও মলিন হয়েছে পুজোর আনন্দ।

0 comments:
Post a Comment