মহিলার বাড়িতে শৌচালয় নেই, শৌচালয়ের কাজ জঙ্গলে, গণধর্ষণ গর্ভবতী মহিলাকে



বাড়িতে শৌচালয় নেই! তাই শৌচালয়ের কাজ করতে গভীর জঙ্গলে যান এক মহিলা৷ সেখানে অপরিচিত ব্যক্তিদের হাতে ধর্ষণের শিকার হন তিনি৷ ঘটনাস্থল উত্তরপ্রদেশের কাচুলা গ্রাম৷

সূত্রের খবর, শনিবার ভোরে ঘটনাটি ঘটে৷ দিনের আলো ফোটার আগেই ঘন জঙ্গলে গিয়ে শৌচালয়ের কাজ সারা আজও রীতি চালু রয়েছে এই দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে৷ সেই রীতি মেনেই কাচুলা গ্রামের ওই মহিলাও জঙ্গলে যান৷ কিন্তু সেখানেই বেশ কিছু অপরিচিত ব্যক্তি তার মুখ হাত বেঁধে তাকে ধর্ষণ করে৷

পুলিশ সূত্রে খবর, দিনের আলো ফুটে গেলেও ওই মহিলাটি ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করে৷ এরপরই পুলিশ তল্লাশি চালিয়ে ওই জঙ্গলের ভিতর থেকেই অচৈতন্য অবস্থায় মহিলাকে উদ্ধার করে৷ স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই মহিলা৷

পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷ এখনও অবধি অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা হয় নি বলে জানা গিয়েছে৷
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment