মোবাইল থেকে কীভাবে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন !



এবার থেকে ঘরে বসেই মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন। ১ জানুয়ারি থেকে চালু হয়েছে IVRS বা ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স। এর ফলে সুবিধা হবে অনেকেরই। ৩১ মার্চ পর্যন্ত মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ করা যাবে।

  • প্রথমে আপনার ফোন থেকে ১৪৫৪৬ নম্বর ডায়াল করুন
  • তারপর জানতে চাওয়া হবে, আপনি ভারতের আছেন না প্রবাসে
  • এরপর আপনাকে ১২ ডিজিটের আধার নম্বর দিতে বলা হবে
  • সেই অপশনে গিয়ে আধার নম্বর দিন
  • এরপর আপনার ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP আসবে (আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে আসবে এই OTP)
  • এরপর আপনার মোবাইল অপারেটর UIDAI-এ আধার ডেটাবেস থেকে আপনার আধার ডেটা নিয়ে মোবাইলের সঙ্গে আধার সংযোগ করবে
  • এরপর OTP দিন


একাধিক নম্বরে আধার কার্ডও লিঙ্ক করা যাবে এই পদ্ধতির মাধ্যমে। তবে একটি নম্বরে আধার সংযুক্ত হতে ৪৮ ঘণ্টা সময় লাগবে।

IVRS পদ্ধতিতে আধার সংযোগ পদ্ধতি ইতিমধ্যেই চালু করেছে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া। এদিকে আধার কার্ড দিয়ে জিও সংযোগ নিতে হয়। তাই জিও গ্রাহকদের নতুন করে আধার সংযোগের দরকার নেই। তবে এখনও এয়ারসেলের তরফে IVRS পদ্ধতিতে আধার লিঙ্কের সুবিধা আনা হয়নি।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment