রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে এই পরীক্ষা করা হয়। চার নম্বর লঞ্চপ্যাড থেকে ছোঁড়া হয় এই অস্ত্র। ছ’বারই পরীক্ষায় সফল হয়েছে অগ্নি।
ফের নিউক্লিয়ার মিসাইলের সফল পরীক্ষা করল ভারত।
ওড়িশার বালাসোরে হুইলার আইল্যান্ড বা আব্দুল কালাম আইল্যান্ড থেকে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হল ওই অস্ত্র। এই নিয়ে ছ’বার পরীক্ষা করা হল ভারতের এই অত্যাধুনিক মিসাইল। এর আগে গত ১৮ জানুয়ারি শেষবার এই অস্ত্র পরীক্ষা করা হয়েছিল।
পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই সারফেস টু সারফেস মিসাইল ৫০০০ কিলোমিটার রেঞ্জের টার্গেট ছোঁড়া হয়। অর্থাৎ এটি ভারত থেকে ছোঁড়া হলে চিনের যে কোনও জায়গায় গিয়ে আঘাত করতে সক্ষম। ভারতীয় সেনার তিন বাহিনী নিয়ে তৈরি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডের হাতে থাকবে এই অস্ত্র।
অগ্নি সিরিজের এটাই আধুনিকতম মিসাইল। এতে রয়েছে অত্যাধুনিক ওয়ারহেড, নেভিগেশন সিস্টেম ও ইঞ্জিন। অস্ত্রটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি চরম উচ্চতায় পৌঁছে মাটিতে লক্ষ্যের দিকে নেমে আসবে।
ভারত ছাড়া কেবলমাত্র আমেরিকা, চিন, রাশিয়া ও ফ্রান্সের কাছে ৫০০০ কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে।

0 comments:
Post a Comment