বিতর্ক, ইদ উপলক্ষ্যে দেশবিরোধী গান ভাইরাল, নড়েচড়ে বসল পুলিশ



বিতর্কে বিহারের রোহতাস জেলা৷ ইদ উপলক্ষ্যে দেশবিরোধী গান বাজানো হচ্ছে৷

ইদ উপলক্ষ্যে এই দেশ বিরোধী গান বাজিয়েই হাজতে ২জন এবং অভিযোগ দায়ের হয়েছে প্রায় ২০ জনের বিরুদ্ধে৷

একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, বিহারে একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, ইদ উপলক্ষ্যে রোহতাসের নাসিরগঞ্জ পোস্টাল রোডে একটি দেশবিরোধী গান বাজানো হচ্ছে ৷ যে গানে শোনা যায় পাকিস্তানিদের বিরোধিতা যারা করছে তাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে৷ সমগ্র বিষয়টি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় কেউ পোস্ট করে দেওয়ার পর নিমেষে সেটি ভাইরাল হয়ে যায়৷ নড়েচড়ে বসে পুলিশ প্রশাসনও৷ জানা যায়, এই অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি৷ প্রায় ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷ গ্রেফতার করা হয় ২ জনকে৷

ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে রোহতাসের এসপি সত্যবীর সিং জানান, ইদের আগের দিন সন্ধ্যের ভিডিও এটি৷ ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করতে জানা যায় সেটি নাসিরগঞ্জের৷ ডিজে আশিষ কুমার থেকে উদ্যোক্তা রাজা খাঁ-কে গ্রেফতার করা হয়েছে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷

প্রসঙ্গত, ওই ভিডিওতে দেখা যায়, একটি ছোট সুসজ্জিত মঞ্চের কাছে প্রায় ১০০জন একত্রিত হয়ে রয়েছে৷ ডিজে পার্টি চলছে৷ চলছে গান৷ আর তাতেই তরুণেরা তালে তাল মেলাচ্ছে৷ আর এই গান থেকেই সমস্যার সূত্রপাত৷




Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment