Cricket এর ২২ গজে এক বলই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
তবে এমন সহজ জয় থেকে ম্যাচ হেরে যাওয়া বিরলের থেকেও বিরলতম নজির।
৪০ ওভারে ১৮৯ রান তাড়া করতে নেমে ৩৮ ওভারেই ১৮৬ রানে পৌঁছে যায় ব্যাটিং দল High Wycombe।
ক্রিজে তখন Peterborough Town এর ২ সেট ব্যাটসম্যান। হাতে রয়েছে ৭ উইকেট।
১২ বলে ৩ রান করলেই দল জিতবে। এই অবস্থা থেকে হেরে গেল ব্যাটিং দল High Wycombe।
ম্যাচের শেষ ২ ওভারে পড়ল ৭ উইকেট। ১ রানে হারল হাই ওইকম্ব।
অবিশ্বাস্যভাবে ম্যাচ নিজের পকেটে পুরল পিটারবোরো টাউন।
ইংল্যান্ডের ঘরোয়া লিগে পিটারবোরো টাউনের এই জয়ে হতভম্ব গোটা ক্রিকেট বিশ্ব।

0 comments:
Post a Comment