রেকর্ড বৃষ্টি কলকাতায়, জুন মাসে টপকে গেল ২০১১ সালকে



বর্ষা শুরু হলেও, গত সপ্তাহেও গরমে হাঁসফাঁস অবস্থা ছিল শহরবাসীর। কিন্তু, গত সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে শহরে, তাতে গত কয়েক বছরের রেকর্ড ভেঙে গিয়েছে বলেই জানায় আবহাওয়া দফতর।

সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালের পর থেকে এমন ভারী বর্ষণ দেখেনি এ শহর। সোমবার সকাল মোটামুটি সাড়ে ৮টা থেকে, পর দিন একই সময়ের মধ্যে বৃষ্টিপাত হয়েছে ১৬২.৬ মিলিমিটার।

মূলত, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অঞ্চলে মৌসুমী বায়ু, বাংলাদেশের দিকে উড়ে যাওয়ার সময়েই এমন বৃষ্টি ঘটায়। যার ফলে, শহরের বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে যায়।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৮ জুন, কলকাতায় বৃষ্টির পরিমাণ ছিল ১৫৪.৯ মিলিমিটার। হাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ১০ বছরে ওই দিনটি ছিল দ্বিতীয় 'ওয়েটেস্ট জুন ডে'। কিন্তু চলতি বছরের ২৫ জুন টপকে গেল ২০১১ সালকে।

অন্য দিকে, চলতি বছরের সব থেকে উষ্ণতম দিনটিও ছিল এই জুন মাসেই। ১৫ জুন  তারিখ,  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment