মঙ্গলবার থেকে আগামী দু’দিন বিভিন্ন জেলায় চলবে তাপপ্রবাহ৷ তবে স্বস্তির খবর উত্তরবঙ্গবাসীর জন্য৷ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়৷
রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা কমেছিল ঠিকই৷ কিন্তু রাত বাড়তেই শুরু হয় হাসফাঁস পরিস্থিতি৷ সোমবার সকালে ফের রুদ্ররূপ প্রকৃতির৷ রীতিমতো লু বয়েছে এ শহরের বুকে৷
চাদি ফাটা রোদ আর প্যাচ প্যাচে গরমে নাজেহাল রাজ্যবাসী৷ আবহাওয়া দফতর জানিয়েছে, ক্রমেই শক্তি হারাচ্ছে মৌসুমি বায়ু৷ ফের তেড়েফুড়ে উঠছে পশ্চিম ও উত্তর পশ্চিম বায়ু৷ পশ্চিম ও উত্তর পশ্চিমি বাতাসের অবস্থান আপাতত বাতাসের নিম্নভাগে৷ ফলে গরম হচ্ছে ভূ ভাগ৷ এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস মিলেছে৷
সোমবার আলিপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি৷ যা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি৷ দিঘার তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি৷ এখানেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত ডিগ্রি বেশি৷ বাঁকুড়ায় ৪২.৪ ডিগ্রি, কৃষ্ণনগরে ৩৯.৬ ডিগ্রি, বর্ধমানে ৪১.৮ ডিগ্রি, পুরুলিয়ায় ৪০.৭ ডিগ্রি, দমদমে ৪০.৬ ডিগ্রি৷
এই অস্বস্তিকর পরিস্থিতি যে এখনই কাটার নয় সে খুব ভালোই বোঝা যাচ্ছে৷ চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন, প্রচুর পরিমানে জল খেতে৷ নুন, চিনির জল দিনে অন্তত দু’গ্লাস৷ রাস্তায় বেরোলে ওড়না বা কাপড় দিয়ে নাক, মাথা ঢেকে বের হন৷ সানগ্লাস, ছাতা সঙ্গে রাখুন৷

0 comments:
Post a Comment