নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দুই মুসলিম যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বীরভূম সিউড়ি থানার কেন্দুয়া দাসপাড়ায়। অভিযুক্ত দুই মুসলিম যুবক হল সেখ মিঠু ও তার বন্ধু শেখ শের আলি।
১২ বছরের ওই নাবালিকা দু দিন আগে স্কুল থেকে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তা থেকে সেখ মিঠু ও তার বন্ধু শেখ শের আলি জোর করে তাকে অপহরণ করে নিয়ে যায়। সেদিন সারা রাত ওই নাবালিকার উপর অত্যাচার চালায় ওই দুই যুবক।
পরের দিন সকালে নিজের বাড়ির সামনে ফেলে দিয়ে যায় ওই নাবালিকাকে। এরপরই তার পরিবার সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সের আলিকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। পলাতক মূল অভিযুক্ত সেখ মিঠু। বারো বছরের ওই কিশোরী বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে চিকিত্সাধীন।
ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছে নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা। শনিবার দুই পক্ষকে ডেকে ঘটনাটি মিটিয়ে নিতে চেয়েছিল পাড়ার বিচার কমিটি। কিন্তু পাড়ার কিছু প্রতিবেশী তাতে আপত্তি জানায়। সেদিন রাতেই মেয়ের পরিবার থানার দ্বারস্থ হয়।

0 comments:
Post a Comment