বিহারের মুজফফরপুরে, অনাথ মেয়েদের আশ্রয়স্থল সরকারি হোম, হয়ে উঠল ধর্ষণশালা।
ধর্ষণের ঘটনা চাপা দিতে এক বালিকা আবাসিককে হত্যা করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আরেক আবাসিক।
পুলিস আজ সেখানে মাটি খোড়াখুঁড়ি শুরু করল মৃতদেহের খোজে। ধর্ষিতার সংখ্যা ৪০ জনেরও বেশি বলে অভিযোগ। ২১ জনের ডাক্তারি পরীক্ষা হয়েছে। ১৬ জনের ক্ষেত্রে ধর্ষণের প্রমাণ মিলেছে। সারা রাজ্য, দেশ তোলপাড় এ ঘটনায়। বন্ধ করে দেওয়া হয়েছে হোম। জেলা প্রশাসনের এক আধিকারিক-সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযোগ, ধর্ষণের ঘটনার তদন্ত শুরু হওয়ার পরেই এক বালিকাকে ব্যাপক মারধর করা হয়। আবাসিকেরা পুলিসকে জানিয়েছেন, সেখানকার কর্মীর সঙ্গে মতবিরোধের জেরেই হত্যার ঘটনা ঘটেছে। টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেসের তরফে নাবালিকাদের সঙ্গে কথা বলা হয়েছিল। তাদের রিপোর্টেই বেরিয়ে আসে এই ভয়ানক চিত্র। রাজনৈতিক নেতা, সরকারি কর্তা- নানা লোকজনের লালসার শিকার হয়েছে হোমের অসহায় মেয়েরা।
মুজফফরপুরের সিনিয়র পুলিস অফিসার হরপ্রীত কাউর বলেছেন, এ-পর্যন্ত এই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের সন্ধানে চলছে তল্লাশি।

0 comments:
Post a Comment