সেপ্টিক ট্যাঙ্কের ভিতর মিলল তৃণমূল নেতার দেহ, নৃশংসভাবে খুন



কারখানার নির্মীয়মাণ সেপ্টিক ট্যাঙ্কের ভিতর মিলল এক তৃণমূল নেতার দেহ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে মধ্যমগ্রামের দিগবেড়িয়ায়। মধ্যমগ্রাম পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি সুদীপ দাস ওই কারখানাতেই নিরাপত্তারক্ষীর কাজ করতেন।

শনিবার সকাল ৬টা নাগাদ কারখানার কাজে যোগ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই নিখোঁজ। দুপুরে বাড়িতে তাঁর খেতে যাওয়ার কথা থাকলেও না যাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়। মধ্যমগ্রাম থানায় অভিযোগও দায়ের করে পরিবার। অবশেষে রবিবার সকালে তাঁর রক্তাক্ত মৃতদেহ ওই নির্মীয়মাণ সেপ্টিক ট্যাঙ্কে উদ্ধার হয়। মৃতদেহের মাথায় ভারী বস্তুর আঘাত রয়েছে। গলাতেও দাগ রয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান মাথায় ভারী কোনও কিছু দিয়ে আঘাত করার পর সেপটিকট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল সুধীর দাস নামে ওই নেতার দেহ।

পুলিসের অনুমান, মাথায় মারার পর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করা হয়েছিল ওই তৃণমূল নেতার।

সুধীর দাস। মধ্যমগ্রাম পুরসভার এক নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি।

কারখানার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, সুধীর দাস শনিবার সকালে কারখানায় কাজে যোগ দিতে ঢোকেন।

সেই সময় তাঁকে অনুসরণ করছিল মুখে গামছা বাঁধা এক ব্যক্তি। মিনিট ৫০ পরে ওই ব্যক্তিকে একাই বেরিয়ে আসতে দেখা যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মুখে গামছা বাঁধা ব্যক্তিই সুধীর দাসের খুনি।

ফুটেজ দেখে তাকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। তবে এটা কোনও একজনের কাজ নয় বলেই মনে করছে তারা। ইতিমধ্যেই চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment