ভারতে যাদের শরিয়ত আদালত দরকার, তারা পাকিস্তানে চলে যেতে পারে। শরিয়ত আদালত নিয়ে মন্তব্য করলেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ।
শরিয়ত আদালত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,
"ভারত বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের দেশ। ভারতের সংবিধান খুবই শক্তিশালী।" একই সঙ্গে তিনি আরও বলেন,
"যাদের শরিয়ত আদালত দরকার তারা পাকিস্তানে চলে যাক। ভারত কেবলমাত্র নিজের সংবিধানের উপরে ভিত্তি করেই পরিচালিত হবে। এখানে কোনও শরিয়ত আদালতের স্থান নেই।"
সপ্তাহ খানেক আগেই শরিয়ত আদালত নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছিল বিতর্ক। দেশের সমস্ত জেলায় পৃথক শরিয়ত আদালত খোলার দাবি করেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। যদিও সেই দাবি মঞ্জুর করেনি কেন্দ্র।
সেই বিষয়েই রবিবার মুখ খুলেছেন বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। তাঁর মতে,
"ভারতের সংবিধানের উপর যাদের বিশ্বাস নেই, তাদের এদেশে থাকার কোনও অধিকার নেই।"
দেশ ছাড়ার সময়ে সেই শরিয়ত আদালতের দাবিদারদের শুভেচ্ছা সহ বিদায় জানানো হবে বলেও দাবি করেছেন সাংসদ সাক্ষী।
বিভিন্ন সময়ে মুসলিম সমাজের উপরে তোপ দেগেছেন সাক্ষী মহারাজ। দেশের মাত্রাতিরিক্ত জনসংখ্যার বিষয়ে তিনি একবার বলেছিলেন,
"যারা চারটে স্ত্রী এবং ৪০টা সন্তানের জন্ম দেয় তাদের জন্যেই জনসংখ্যা নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। হিন্দুরা কখনই দেশের জনবিস্ফোরণের জন্য দায়ী নয়।"

0 comments:
Post a Comment