কিছুক্ষণের অপেক্ষা, পাকিস্তান বদলে যাবে !



কয়েক ঘন্টা বাদেই ভোট পাকিস্তানের মাটিতে। শুধু তাই নয়, ভোট শেষ হতেই রাতের মধ্যেই জানা যাবে কে আসবে পাকিস্তানের ক্ষমতায়।

তার ঠিক কয়েক ঘন্টা আগে নতুন করে স্বপ্ন দেখালেন ইমরান খান। ভোট শুরু হওয়ার আগে এক সভায় ইমরান খান বলেন, দল ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতির অবসান ঘটবেই। শুধু তাই নয়, বদলে যাবে গোটা পাকিস্তান।

পাকিস্তানে যখন অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়ছে তখন এই নির্বাচন হতে যাচ্ছে।

দুর্নীতির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আদালতের রায়ের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নওয়াজ শরীফের দলের নেতা ও পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনীর মধ্যে এক ধরনের ঠাণ্ডা লড়াই চলছে বলে মনে করা হচ্ছে।

১৯৪৭ সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের পর প্রায় অর্ধেক সময় দেশ শাসন করেছে পাকিস্তান সেনাবহিনী।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment